Hot Posts

6/recent/ticker-posts

বিস্ক ফার্ম বিস্কুট ফ্যাক্টরিতে প্যাকিং/স্ক্যানিং এর কাজ...

 বিস্ক ফার্ম বিস্কুট ফ্যাক্টরিতে প্যাকিং/স্ক্যানিং এর কাজ...

৮ পাশে আবেদন শুরু-থাকা/খাওয়া ফ্রি





পদের নাম:

লেবার ও সুপারভাইজার

শিক্ষাগত যোগ্যতা:

লেবার- প্রাথীদের নুন্যতম ৮ম (অষ্টম) শ্রেণি পাশ থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত যেকোন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন ।
সুপারভাইজার- নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ সাথে কম্পিউটার জানতে হবে। উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবেন ।

বয়স:

প্রাথীদের বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন । তবে কোনো বয়সের ছাড় নেই ।

বেতন

লেবার- 14,800/- per month - Upto 20k সুপারভাইজার- 16,000/- per month - Upto 20k
সাথে ESI/PF/OT -র সুবিধা পাবেন কোম্পানির তরফ থেকে ।এছাড়াও থাকা এবং খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে পাবেন কোম্পানির তরফ থেকে ।

কাজের বিবরণ:

লেবার- বিস্ক ফার্ম বিস্কুট লেবেলিং, সিল, পাকিং,স্ক্যানিং করাই মূল কাজ । সুপারভাইজার- স্টক চেক, ডাটা এন্ট্রি, লেবারদের কাজ অডিট করা । আরও জানতে অফিসের ফোন নম্বরে কল করে বিস্তারিত জানতে পারবেন ।

কাজের সময়:

প্রতিদিন ৮ (আট) ঘন্টা করে কাজ করতে হবে । কারা আবেদনের যোগ্য: রাজ্যের প্রতিটি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন । তবে কাজের স্থান হবে কলকাতা । অন্য জেলা থেকে আবেদন করলে তাদের থেকে কাজ করতে হবে ।

নিয়োগ পদ্ধতি:

প্রাথীদের শুধুমাত্র ইন্টারভিউ ও ডকুমেট ভেরিফিকেশন-এর মাধ্যমে নিয়োগ করানো হবে ।

আবেদন পদ্ধতি:

এখানে আলাদা করে কোন ফর্ম ফিলাপ করতে হবে না। ভিডিওতে দেওয়া নম্বরে কল করে ইন্টারভিউ দিতে অফিসে চলে যান। এখানে মাত্র ৫৫টা ভ্যাকান্সি রয়েছে, তাই যারা আগে কল করবেন, তাদেরকেই আগে চান্স দেওয়া হবে। বাকিরা লেট করে ফোন করলে চান্স পাবেন না । Call- 9038607250

Post a Comment

0 Comments

Youtube Channel Image
Kajer Khobor Subscribe To watch more Job Information
Subscribe