Hot Posts

6/recent/ticker-posts

রেলে এসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, ৫৬৯৬টি শুন্যপদে

 রেলে এসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, ৫৬৯৬টি শুন্যপদে...




Job Description 

পদের নাম - Assistant Loco Pilot
বিজ্ঞপ্তি নম্বর- CEN No: 01/2024

বয়সসীমা :
এখানে আবেদন করতে চাইলে, প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮বছর থেকে সর্বচ্চ ৩০বছরের মধ্যে। ০১.০৭.২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীকে বয়স হিসাব করে নিতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন :
এই পদে যদি আপনি চাকরি পান, তাহলে প্রতিমাসে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা মাইনে দেওয়া
হবে।

শিক্ষাগত যোগ্যতা :

১) এই পদে আবেদন করতে চাইলে, আবেদনকারীদের যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে নীচের এই সমস্ত ট্রেডে NCVT/SCVT বোর্ডের ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।

1. Fitter,

2. Electrician,

3. Instrument,

4. Mechanic,

5. Mechanic (Motor Vehicle),

6. Wireman,

7. Tractor Mechanic,

8. Armature & Coil Winder,

9. Mechanic (Diesel),

10. Heat Engine,

11. Turner, Machinist,

12. Refrigaration & AC Mechanic

অথবা,

২) মাধ্যমিক পাশ সাথে উপরের যেকোন ট্রেডে Act Apprentice ট্রেনিং করা থাকলেও আবেদন করতে পারবেন।

অথবা

৩) মাধ্যমিক পাশ সাথে

Mechanical/Electrical/Electronics/Automobile Engineering এই সমস্ত ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে।

আবেদন পদ্ধতি

এখানে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। এরপরে, RRB ALP Recruitment 2024 Notification OUT) নিজের নাম, ইমেল আইডি, ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে লগইন করে ব্যক্তিগত তথ্য দিয়ে এবং ফটো, সিগনেচার আপলোড করতে হবে। সবশেষে, আবেদন ফি পেমেন্ট করে ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে। ফর্ম ফিলাপ শেষে, সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন।

আবেদন ফি

UR/OBC Rs 500/-

SC/ST/PWD/Women Rs 250/-

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু 20.01.2024

আবেদনের শেষ তারিখ 19.02.2024

Join Telegram For More Job Updates.



Post a Comment

0 Comments

Youtube Channel Image
Kajer Khobor Subscribe To watch more Job Information
Subscribe