Hot Posts

6/recent/ticker-posts

AXIS Bank - এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ...

 AXIS Bank - এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ...  জানুন বিস্তারিত



এক্সিস ব্যাংকে CSO সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ চলছে , কারা , কিভাবে করবেন আবেদন? রইল বিস্তারিত....

ভালোভাবে পড়ে আবেদন করবেন

Axis Bank Recruitment 2024: দিন দিন রাজ্য তথা দেশ জুড়ে বেকারত্বের পরিমাণ যে হারে বাড়ছে। সেখানে সরকারি চাকরি পাওয়া খুবই মুশকিল। তবে যে সমস্ত চাকরি প্রার্থীরা স্নাতক, ডিপ্লোমা, ডিগ্রি কমপ্লিট করেছেন তারা যেকোনো চাকরি চাকরি পেলে চাকরি করে নিবেন। সেক্ষেত্রে তাদের জন্যই আজকে দারুন সুখবর রয়েছে। AXIS ব্যাংকে বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের কি কি যোগ্যতা লাগবে? কত বয়স প্রয়োজন? কিভাবে আবেদন করবেন? কিভাবে নিয়োগ হবে? প্রভৃতি বিষয় জানার জন্য আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

শূন্যপদের নাম:- 


এক্সিস ব্যাংকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি সেই পদগুলির নাম হল - 
Data Entry Operator
Relationship Officer
Branch Banking Executive
Banking Operations & Customer Services
Finance & Accounts
Back Office Executive
Customer Service Officer

যে সকল আগ্রহী প্রার্থীরা Axis Bank Recruitment 2024 তে আবেদন করতে চাইছেন তাদের কে শিক্ষাগত যোগ্যতা, বয়স সহ বাকি সব নিয়ম জেনে আবেদন করতে হবে। 

আবেদনের জন্য বয়স কাঠামো:- 
এক্সিস ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেবেন। 

বেতন কাঠামো : 

যে সমস্ত প্রার্থীরা এক্সিস ব্যাংকের কর্মী নিয়োগের জন্য নির্বাচিত হবেন তারা প্রতি মাসে বেতন হিসেবে পাবেন 12,556/- থেকে 20,789/- টাকা পর্যন্ত।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:


এক্সিস ব্যাংকের এই পদগুলোতে আবেদন করতে গেলে ইচ্ছুক প্রার্থীদের যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি জমা দিতে হবে সেগুলি হল:-

১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
২. মাধ্যমিকের মার্কশিট
৩. উচ্চ মাধ্যমিকের মার্কশিট
৪. এর পাশাপাশি আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কশিট
৫. আধার কার্ড
৬. ভোটার কার্ড
৭. প্যান কার্ড
৮. পাসপোর্ট সাইজের ফটোকপি এবং
৯. চাকরিপ্রার্থীর নিজস্ব বায়োডাটা।

Note : তাদের কিভাবে নিয়োগ হবে ?

ইচ্ছুক প্রার্থীদের কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করানো হবে।

আবেদনের শেষ তারিখ

25/08/2024

কিভাবে আবেদন করবেন ?


আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীরা মেইল বা মোবাইলের নম্বরের ভিত্তিতে করবেন। প্রয়োজনীয় ইমেল আইডি bankinghub.hr04@Gmail.com ও প্রয়োজনীয় মোবাইল নম্বর 9748183347 / 9547944308

Post a Comment

0 Comments

Youtube Channel Image
Kajer Khobor Subscribe To watch more Job Information
Subscribe